দীর্ঘ অপেক্ষার পর এবার এল সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপ্যাল। এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, দেশে পেপ্যাল অপারেশন শুরু হতে যাচ্ছে। এটা হয়ে গেলে, ফ্রি ল্যান্সারসহ পুরো ই-কমার্স খাতের জন্য উপকার হবে। এজন্য এটা একটা ভালো উদ্যোগ।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে গাজীপুরের চন্দ্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশি সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা যারা প্রকল্পগুলো ক্রয় করেন, তাদেরও কিন্তু জানা দরকার যে দেশে কী কী জরুরি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরো জানান, সরকার দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার।
Source – SOMOY_NEWS_TV